ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

উৎসবের রঙে চট্টগ্রামে বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩৯, ১৪ এপ্রিল ২০২৩
উৎসবের রঙে চট্টগ্রামে বাংলা বর্ষবরণ

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণিল নানা আয়োজনে চলছে বাংলা নববর্ষকে বরণ। আনন্দঘন উৎসবের রঙে রঙিন হয়েছে চট্টগ্রাম। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পয়লা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষ বরণ উৎসবের সূচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া নগরীর পৃথক পৃথক স্থানে সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান।

শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে চট্টগ্রামের ডিসি হিলের মুক্তমঞ্চে শুরু হয়েছে বর্ষবরণের সাংস্কৃতিক পরিবেশনা। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩২টি সংগঠন নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছে। 

এদিকে নগরীর সিআরবি শিরিষতলায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নগরীর জেলা শিল্পকলা অ্যাকাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে চলছে বর্ষবরণের সাংস্কৃতিক পরিবেশনা।  

এছাড়াও পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’। সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের চট্টেশ্বরী রোড থেকে কাজীর দেউড়ি মোড়, জামাল খান হয়ে চেরাগি চত্বর পরিক্রমণ করে। একইভাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি থেকেও বর্ষবরণ উপলক্ষে সকালে শোভাযাত্রা বের হয়। 

সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার জানান, পবিত্র রমজান মাসের কারণে এবারের পয়লা বৈশাখের অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালা দুপুর ১২টার মধ্যে শেষ হবে। এবারের বৈশাখের আনুষ্ঠানিকতায় চট্টগ্রামের ৩২টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়