বিজ্ঞাপন

তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

September 28, 2022 | 5:48 pm

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

রংপুর: জেলার তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সুরাইয়া খাতুন (১৪) নামের অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারাতি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া খাতুন, তারাগঞ্জ উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে চারজন যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া খাতুন নামের এক কিশোরী মারা যায়। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানিয়েছেন চিকিৎসাধীন তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন