বিজ্ঞাপন

আওয়াজ দিতে চান না বাপ্পী

September 15, 2022 | 5:48 pm

আহমেদ জামান শিমুল

ফোন ধরে বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাসায়। ঝড় বৃষ্টি যা-ই হোক তার তো বাসায় থাকার কথা না। তাহলে বাপ্পী চৌধুরী কেন আছে? তাহলে কি তার হাতে কোনো কাজ নেই, তাই ওই অর্থে কোনো আওয়াজ নেই?

বিজ্ঞাপন

মিশা সওদাগর বা ইন্ডাস্ট্রির বিভিন্নজন নিয়ে করা মন্তব্যে আলোচনায় আছেন এ নায়ক। কিন্তু সবাই যখন একের পর এক কাজ করছে তখন তার হাতে কাজ কই?

প্রশ্নগুলো শুনে ফোনের ওপারে কিছুক্ষণ হাসলেন। বাপ্পী বললেন, আমার হাতে এখন ছয়টি ছবি। এগুলো যখন একে একে মুক্তি পাবে তখন এমনিতেই আওয়াজ হবে। ছবি মুক্তি পাওয়া মানেই কিন্তু আওয়াজ। এছাড়া আওয়াজ দিয়ে কি লাভ? আর আজকে (বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর) ‘শত্রু’ ছবির শুটিং ছিল। বৃষ্টির কারণে শুটিং বাতিল হয়েছে। তাই বাসায় চলে আসছি।

বছর তিনেক আগেও বাপ্পীর দম ফেলার ফুসরত ছিল না। বহু প্রযোজক-পরিচালক তার শিডিউলের জন্য লাইন ধরতো। এখন নাকি সে অর্থে কেউ তার কাছে আসছে না? দ্বিমত পোষণ করলেন বাপ্পী, ‘গেল দুই বছর তো করোনায় চলে গেল। তখন তো শুটিংই করতে পারি নাই। আর এখন তো মাত্র আমাদের বাজার আবার আগের মত হওয়া শুরু হয়েছে। সবাই কম বেশি বুঝে শুনে পা ফেলছে। আমিও ফেলছি। এর আগে হাফ ডান ছবিগুলো শেষ করছি। আর মাসে মাসে তো নতুন ছবির ঘোষণা দেওয়া যায় না।’

বিজ্ঞাপন

ওটিটির জোয়ারে অনেক শিল্পীই এতে কাজ করছেন বা করার ইচ্ছে পোষণ করছে। বাপ্পীও করতে চান। তবে কিছুটা শর্ত সাপেক্ষে, ‘আমার কাছে অনেক অফার এসেছে ওটিটি থেকে। কিন্তু আমি করিনি। আমি চাই ওটিটিতে যেসব পরিচালক ভালো করছেন তাদের সঙ্গে কাজ করতে।’

বাপ্পীর অনেক ছবিই দীর্ঘদিন ধরে আটকা। এ ব্যাপারে বলেন, ‘শত্রু ছবিটি তো মাত্র তিন মাসে কাজ শেষ করছি। এখন কোনো কাজ হাতে নিয়ে তো বসে থাকা যায় না। আর ঢাকা ২০৪০ ছবিটির শুটিংও দ্রুত শুরু হবে।’

আর আশরাফ শিশিরের পরিচালনায় করা ‘৫৭০’ ছবিটি এ মাসের মধ্যে সেন্সরে যাবে বলে জানালেন। ছবিটি ডিসেম্বরে মুক্তির চেষ্টা করছেন পরিচালক। এ ছবিগুলো ছাড়া তার অভিনীত ‘ডেঞ্জার জোন’, ‘জয় বাংলা’, ‘সিক্রেট এজেন্ট’, ‘যন্ত্রণা’ ও ‘প্রেমের বাঁধন’ মুক্তির দৌড়ে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন