বিজ্ঞাপন

ময়মনসিংহে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

August 25, 2022 | 8:06 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রথম দিনে সিটি করপোরেশন এলাকার ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১২টি স্কুলে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই টিকা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিবন্ধনকৃত ৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্র শিশুরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছে।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, সিটি করপোরেশন থেকে ৭৫ হাজার ডোজ টিকার চাহিদা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪৫ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ের সব শিশু টিকার আওতায় আসবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন