বিজ্ঞাপন

এবার সিলেটে মাল্টিপ্লেক্স

July 22, 2022 | 6:58 pm

আহমেদ জামান শিমুল

দেশে জনপ্রিয় হচ্ছে মাল্টিপ্লেক্স সংস্কৃতি। আগে স্টার সিনেপ্লেক্সই শুধু দর্শকদের আন্তর্জাতিক মানের হলে ছবি দেখার সুযোগ দিচ্ছিলো। সেখানে এখন যুক্ত হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। এবার এ তালিকায় যুক্ত হয়েছে গ্র্যান্ড সিনেপ্লেক্স। তারা তাদের প্রথম শাখাটি করেছে সিলেটে।

বিজ্ঞাপন

বিভাগীয় শহরটির বড়শালার এয়ারপোর্ট রোডের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ সিনেপ্লেক্সটি চালু হতে হচ্ছে। আগামী ২৯ জুলাই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

সিনেপ্লেক্সটির ফাইন্যান্স ম্যানেজার আশীষ পাল সারাবাংলাকে জানান, তারা শুরুতে ‘পরান’ কিংবা ‘হাওয়া’ দিয়ে হলটি চালু করতে চান। তবে তাদের প্রথম পছন্দ ‘হাওয়া’। কারণ হিসেবে বলেন, “যেহেতু আমাদের হলের প্রথম ছবি হিসেবে একদম নতুন ছবি হিসেবে ‘হাওয়া’কে বেশি প্রধান্য দিচ্ছি। তাছাড়া ‘পরাণ’ দর্শকরা দেখে পেলেছেন। এর মানে এ না যে আমরা ‘পরাণ’ চালাবো না।”

গ্র্যান্ড সিনেপ্লেক্সের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী আলী মোহাম্মদ জাকারিয়া ও মো. ফখরুদ্দীন রাজী। এক পর্দার হলটি ১৯০ আসনের। এতে টুকে প্রজেক্টর ও ৭.১ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। তবে এ মুহুর্তে থাকছে না থ্রিডি ছবি দেখার সুযোগ। দর্শকদের খাবারের জন্য আলাদা রেস্টুরেন্ট রয়েছে এতে। হলের সকল কিছু যুক্তরাজ্য থেকে আমদানী করা হয়েছে।

বিজ্ঞাপন

আশীষ পাল বলেন, বর্তমানে হোটলের অতিথিরা রুম ভাড়ার সঙ্গে ফ্রি সার্ভিস হিসেবে সিনেমা দেখার সুযোগ দিচ্ছি। ২৯ জুলাই থেকে যে কেউ টিকেট কেটে ছবিটি দেখতে পারবেন। এখন পর্যন্ত টিকেটের দাম নির্ধারণ করিনি। তবে এ দাম তিনশ থেকে চারশের মধ্যে থাকবে।

দেশে তো এখন মাল্টিপ্লেক্স সংস্কৃতি বেশ জনপ্রিয়। সিলেটসহ সারাদেশেই দেশি-বিদেশি ছবির অনেক দর্শক রয়েছে। তাদের কথা চিন্তা করে কি ভবিষ্যতে শাখা বাড়ানোর ইচ্ছে আছে কিনা?

‘আমরা আগে চালু করি। বুঝি দর্শক কেমন হয়। যদি আশানুরূপ সাড়া পাওয়া তাহলে অবশ্যই শাখা বাড়ানো হবে। এ চিন্তা ম্যানেজমেন্টের আছে,’— বলেন আশীষ।

বিজ্ঞাপন

দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। এটি ২০০৪ সালের ৮ অক্টোবর উদ্বোধন হয়।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন