বিজ্ঞাপন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৯৫০ ছাড়িয়ে

June 22, 2022 | 4:18 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ পাওয়া খবর বলছে, ওই ভূমিকম্পের অভিঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৫০ ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যাও ছয় শতাধিক। প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলো থেকে এখনো ভূমিকম্পে হতাহতদের তথ্য আসছে। ফলে প্রাণহানি আরও অনেক বেশি হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, বুধবার (২২ জুন) স্থানীয় সময় ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং পাকিস্তানেরও কিছু অংশে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে এবং ভূমি থেকে ৫১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কিছু সময় পরই আড়াইশ প্রাণহানির তথ্য পাওয়া গিয়েছিল। এরপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে খবর আসতে শুরু করলে নিহতের সংখ্যা বাড়তে থাকে।

আরও পড়ুন- আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৮০

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, পূর্ব আফগানিস্তানের পেকটিকা প্রদেশে সর্বোচ্চ ২৫৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। ওই এলাকায় আহত হয়েছেন আরও কমপক্ষে দুইশ জন। এছাড়া খোস্ত প্রদেশে ২৫ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেখানকার আরও অন্তত ৯০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্প যেসব অঞ্চলে আঘাত হেনেছে, সেসব অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়িই একদম গুঁড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহও পড়ে থাকতে দেখা গেছে। এ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা শুরু করেছে দেশটির বিভিন্ন বাহিনী।

সালাহউদ্দিন আইয়ুবি বলেন, উদ্ধার তৎপরতাসহ ভূমিকম্প আঘাত হানা এলাকাগুলোতে খাবার ও ওষুধপত্র সরবরাহ করতে বেশ কয়েকটি হেলিকপ্টার কাজে নামানো হয়েছে। আমরা বিভিন্ন এলাকা থেকেই নিহতের তথ্য পেয়েছি। ভূমিকম্প আঘাত হানা অনেক এলাকাই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে সময় লাগবে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

বিজ্ঞাপন

ভয়াবহ এ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা শোক জানিয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র এক টুইটে জানান, ‘দুর্ভাগ্যবশত, গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি প্রবল ভূমিকম্প হয়েছে। এতে আমাদের শত শত নাগরিক নিহত ও আহত হয়েছেন। এছাড়া কয়েকশত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আরও বিপর্যয় এড়াতে সব সংস্থাকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় দল পাঠাতে অনুরোধ করা হয়েছে।’

আফগানিস্তানের বুধবারের এই ভূমিকম্প ২০০২ সালের পর থেকে এখন পর্যন্ত সময়ের ভয়াবহতম ভূমিকম্প। উৎপত্তিস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূর পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের প্রায় ১২ কোটি মানুষ এর কম্পনে প্রকম্পিতি হয়েছেন। পাকিস্তানের পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর, মোহমান্দ, কোহাট, সোয়াট, বুনার এবং পাঞ্জাব ও খায়বার পাখতুনখাওয়া প্রদেশের অনেক এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে এই ভূমিকম্প।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন