ল্যাপটপ পেলেন আইইউবির পূর্ণকালীন শিক্ষকেরা

ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আব্দুল হাই সরকার বলেন, বর্তমান বিশ্বে পড়াশোনাসহ সব ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় তিন দশক ধরে আইইউবি যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হলে শিক্ষকদের জন্য সব আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান ধরে রাখতে এবং উন্নত পরিবেশ গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই।

আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, ‘আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা আইইউবির সমস্ত কার্যক্রমের সঙ্গে যে নিষ্ঠা, একাগ্রতা ও ভালোবাসা নিয়ে সম্পৃক্ত থাকেন, যেভাবে সব সময় আমাদের সমর্থন যুগিয়ে থাকেন, তা এক কথায় অনন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইউবি আজ যে উৎকর্ষ অর্জন করেছে, তার পেছনে তাদের অবদান অনেক।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইইউবির ট্রাস্টি তৌহিদ সামাদ, উপ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম বক্তব্য প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন আইইউবির দুই ট্রাস্টি তানভির মাদহার ও এ কাইয়ুম খান। বিজ্ঞপ্তি

Scroll to Top