ধাওয়ানের সামনে ম্লান রাইডুর একক প্রচেষ্টা, পাঞ্জাবের চতুর্থ জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ৩৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১১ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। রোমাঞ্চকর লড়াইয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু। নায়ক হওয়ার সুযোগ এসেছিল মহেন্দ্র সিং ধোনির সামনেও, তবে এদিন আর ধোনির ফিনিশিং দেখা যায়নি।

ধাওয়ানের সামনে ম্লান রাইডুর একক প্রচেষ্টা, পাঞ্জাবের চতুর্থ জয়
৮৮ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।

এ নিয়ে ৮ ম্যাচ খেলে পাঞ্জাব জয় পেল ৪টি ম্যাচে। সমান সংখ্যক ম্যাচ খেলা ধোনি, জাদেজারা হেরেছেন ৬টি ম্যাচেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান জড়ো করে পাঞ্জাব কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করে অপরাজিত থাকেন ওপেনার শিখর ধাওয়ান। ৫৯ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৯টি চার ও ২টি ছক্কা।

Advertisment

এছাড়া অন্যান্যদের মধ্যে ভানুকা রাজাপক্ষে ৩২ বলে ৪২ ও লিয়াম লিভিংস্টোন ৭ বলে ১৯ রান করেন। চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্রাভো দুটি ও মাহিশ থিকশানা একটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। রবিন উথাপ্পা ১, মিচেল স্যান্টনার ৯ ও শিভম দুবে ৮ রান করে সাজঘরে ফেরেন। ৪০ রানে ৪ উইকেট হারালে ম্যাচ কঠিন হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের জন্য।

রুতুরাজ গাইকোয়াদ বিপর্যয় সামাল দেন ২৭ বলে গড়া ৩০ রানের ইনিংসে। এরপর দলের হাল ধরেন আম্বাতি রাইডু। মাত্র ৩৯ বলে ৭৮ রান করতে তিনি হাঁকান ৭টি চার ও ৬টি ছক্কা। তবে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে রাইডু সাজঘরে ফিরলে চেন্নাইয়ের জয়ের স্বপ্নও ভেস্তে যায়।

ধাওয়ানের সামনে ম্লান রাইডুর একক প্রচেষ্টা, পাঞ্জাবের চতুর্থ জয়
ম্যাচে ফিরতে সাধ্যমত চেষ্টা করেছেন রাইডু।

তবুও এই ম্যাচে নায়ক হওয়ার সুযোগ ছিল মহেন্দ্র সিং ধোনির সামনে। তিনি চেষ্টাও করেছেন। ৬ বলে ৭ রান করে শেষ ওভারে বল ছিল ধোনির কোর্টে, যখন ৬ বলে প্রয়োজন ২৭ রান। ৪ বছর পর আইপিএলে ফেরা ঋষি ধাওয়ানের করা প্রথম বলেই হাঁকান ছক্কা। তাতে মুম্বাই ম্যাচের মত ধোনি শো দেখার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল।

তবে ধোনি এদিন পারেননি। ওভারের তৃতীয় লিগ্যাল ডেলিভারিতে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন জনি বেয়ারস্টোর হাতে। এতে লড়াই থেকেও ছিটকে পড়ে চেন্নাই। রবীন্দ্র জাদেজা ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান দাঁড়ায় চেন্নাইয়ের সংগ্রহ, যা পাঞ্জাবকে এনে দেয় ১১ রানের জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : চেন্নাই সুপার কিংস

পাঞ্জাব কিংস : ১৮৭/৪ (২০ ওভার)
ধাওয়ান ৮৮*, ভানুকা ৪২
ব্রাভো ৪২/২, থিকশানা ৩২/১

চেন্নাই সুপার কিংস : ১৭৬/৬ (২০ ওভার)
রাইডু ৭৮, গাইকোয়াদ ৩০, জাদেজা ২১*
রাবাদা ২৩/২, ঋষি ৩৯/২

ফল : পাঞ্জাব কিংস ১১ রানে জয়ী।

ম্যাচটির পূর্ণাঙ্গ স্কোরকার্ড দেখুন এখানে 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Scroll to Top