ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিপিএলে গেইল খেলবেন দুই ম্যাচ, ইমাদ ওয়াসিম আউট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে গেইল খেলবেন দুই ম্যাচ, ইমাদ ওয়াসিম আউট

বঙ্গবন্ধু বিপিএলে ক্রিস গেইলের আসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা দূর হয়েছে ঠিকই। কিন্তু মারকুটে এ ওপেনার এবারের বিপিএলে কয় ম্যাচ খেলবেন তা জানতে আগ্রহ সবার।

প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিস গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে ছিল গেইলের নাম। ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে তাকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা শেষে গেইল সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে! এই বছরের বাকি সময়টা তিনি বিশ্রামে থাকবেন।

সপ্তাহখানেক পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক বিজ্ঞপ্তিতে গেইলকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং গেইলও দক্ষিণ আফ্রিকা থেকে একটি ভিডিও বার্তায় জানান, তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিশেষ বিপিএলে খেলতে বাংলাদেশে আসবেন।

তবে সোমবার যে খবর পাওয়া গেল তাতে হতাশ হবেন ক্রিকেটপ্রেমিরা। এবারের বিপিএলে গেইল আসবেন শেষ দিকে এবং খেলবেন মাত্র দুটি ম্যাচ। নিশ্চিত করেছেন বিসিবির ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডিরেক্টর জালাল ইউনুস।

সোমবার তিনি গণমাধ্যমে বলেন,‘আমাদের দলে ইনজুরি বেশি।  ক্রিস গেইল ইনজুরির কারণে শুরুতে থাকছে না।  শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলবে।  তাকে আমরা দুটি ম্যাচের বেশি পাবো না।’ গেইলকে শেষ দিকে মাত্র দুই ম্যাচের জন্য পেলেও পুরো মৌসুমে চট্টগ্রাম মিস করবে পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সার্ভিস।  ইনজুরির কারণে এ স্পিন অলরাউন্ডারকে দেখা যাবে না বিপিএলে।

চোটে রয়েছে চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে ছাড়া মাঠে নামবে চট্টগ্রাম।  দ্বিতীয় ম্যাচে তার মাঠে ফেরার কথা।  ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মাহমুদউল্লাহর।

বিপিএলের উদ্বোধনী দিনে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। বিপিএলের শিরোপা জিততে মুখিয়ে থাকা এ দলটি আপাতত নিজেদের প্রথম ম্যাচ নিয়েই ভাবছে।  তবে শিরোপার পথে তারা এগিয়ে যায় ধীর গতিতে। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার মন্ত্র চট্টগ্রামের।

‘প্রতিটি ম্যাচ ধরে আগাতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা এখনই ভাবছি না।  শেষ চারে থাকতে পারব কিনা তা এখনই ভাবতে চাচ্ছি না। ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইস করতে চাই। ম্যাচ বাই ম্যাচ টার্গেট করতে চাই।  আমাদের প্রথম ম্যাচ সিলেটের সঙ্গে।  ওই ম্যাচ জয়ের পর আমরা পরের ম্যাচ নিয়ে ভাববো। ’ – বলেছেন জালাল ইউনুস।

সোমবার জমকালো আয়োজনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের টিম জার্সি উন্মোচন করে।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়